Site icon Jamuna Television

বড় পুকুরিয়া দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৭ নভেম্বর

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বেগম খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) আদালত এই আদেশ দেন।

আজ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আদালতে হাজির ছিলেন আসামি আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশারফ হোসেন।

শুনানির আগে, আসামিপক্ষের আইনজীবী জানান, গত ৫ অক্টোবর আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের কথা ছিলো। সেদিন ৭ জন আসামির পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। বিচারক মামলা শুনতে আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেন।

আসামি পক্ষের আইনজীবী জানান, সব নিয়ম মেনেই বড় পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণে টেন্ডারকাজ সম্পন্ন করা হয়। শুধুমাত্র রাজনীতি থেকে দূরে রাখতে ওয়ান ইলেভেন সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এসেই আদালতকে প্রভাবিত করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করিয়ে নেয়। আর প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়া ও বিএনপির নেতাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করতে থাকে। যার কারণে এতদিন পরও মামলার অভিযোগ গঠন করতে পারেনি।

/এএস

Exit mobile version