Site icon Jamuna Television

উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

ফাইল ছবি।

অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের এই বৈঠকে সভাপতিত্ব করছেন ড. ইউনূস। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা। এছাড়া আজ উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। দর্শনার্থী প্রবেশও সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে।

/এমএইচ

Exit mobile version