Site icon Jamuna Television

প্রধান বিচারপতির ফিরে এসে দায়িত্ব গ্রহণ সুদূর পরাহত: অ্যাটর্নি জেনারেল

বাস্তব অবস্থা বিচার করলে প্রধান বিচারপতির ফিরে এসে দায়িত্ব গ্রহণ করা সুদূর পরাহত, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। যেহেতু অন্যান্য বিচারপতিরা তাঁর সাথে বসতে চাচ্ছেন না সেহেতু তার দায়িত্ব ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বিকালে এক সংবাদ সম্মলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আব্দুল ওয়াহ্হাব মিঞার প্রধান বিচারপতির দায়িত্ব পালনে কোনো বাধা নেই। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিবৃতির মাধ্যমে প্রধান বিচারপতি সম্পর্কিত সব বিতর্কের অবসান হয়েছে বলেও মন্তব্য করেন মাহবুবে আলম। এ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা বন্ধ করারও আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version