Site icon Jamuna Television

দুই মাস বিরতির পর আজ মাঠে নামবেন সাকিব

প্রায় দুই মাস বিরতির পর আবারও মাঠে নামবেন সাকিব আল হাসান। আবুধাবি টি-টেন লিগের উদ্বোধনী দিনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মাঠে নামবে তার দল বাংলা টাইগার্স। রাত পৌনে ৮টায় স্যাম্প আর্মির বিপক্ষে লড়বে তারা।

গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সবশেষ দেখা গেছে সাকিব আল হাসানকে। এরপর ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানাতে চাইলেও পরিস্থিতির কারণে দেশে আসা হয়নি তার। যে ঘটনার রেশে খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

হতাশা কাটাতে সম্প্রতি ওমরাহ পালন করেন তিনি। এরপর বাংলা টাইগার্সের হয়ে মাঠে ফিরতে জোর প্রস্তুতি নেন সাকিব আল হাসান। ফ্লাডলাইটের আলোয় ব্যাটিং অনুশীলন, জিম ও ফিটনেস ট্রেনিংয়ে রীতিমতো ঘাম ঝড়িয়েছেন তিনি। বাংলা টাইগার্সে তার সতীর্থ আফগান স্পিনার রশিদ খান।

/এএম

Exit mobile version