Site icon Jamuna Television

ঘরোয়া ক্রিকেটে মারামারি: এক কর্মকর্তা ও ৮ ক্রিকেটারকে নিষিদ্ধের সুপারিশ

তৃতীয় বিভাগ ক্রিকেটে ঘটে যাওয়া মারামারির ঘটনায় এক কর্মকর্তাসহ ৮ ক্রিকেটারকে এক বছর থেকে আজীবন পর্যন্ত বিভিন্ন মেয়াদে নিষিদ্ধের সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি।

আজ বুধবার (২০ নভেম্বর) ঘরোয়া ক্রিকেটের তৃতীয় বিভাগ সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত সোমবার তেজগাঁও ক্রিকেট একাডেমি বনাম সাফায়ার স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে মারামারির এ ঘটনা ঘটে। সিসি টিভির ফুটেজে দেখা যায়, তেজগাঁওয়ের ব্যাটারের সাথে সাফায়ারের ফিল্ডারের মাঝে উত্যপ্ত বাক্য বিনিময় করতে করতে হঠাৎ তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা। এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন খেলোয়াড়রা।

এমন ঘটনায় বিসিবির নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে। এরপর বিষয়টি পাঠানো হয় টেকনিক্যাল কমিটির কাছে। ভিডিও ফুটেজ দেখে তারা শাস্তির সুপারিশ করে।

এবার বিসিবি সভাপতির চূড়ান্ত অনুমোদনের পর কার্যকর হবে শাস্তি। এদিকে এই ঘটনার একদিন আগেই থার্ড ডিভিশনে ফিক্সিং নিয়ে প্রতিবেদন করেছিলো যমুনা টিভি। সেই রিপোর্ট আমলে নিয়ে বিষয়টির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে অ্যান্টি করাপশন ইউনিট-আকসু’কে।

/এমএইচ

Exit mobile version