Site icon Jamuna Television

ফেব্রুয়ারিতে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ ঢাকায়

আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ বুধবার (২০ নভেম্বর) সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এমন সিদ্ধান্ত হয়েছ।

সূচি অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্টটি। আর শেষ হবে ১৯ ফেব্রুয়ারি। এদিকে একই সভায় ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফের আয়োজক দেশও চূড়ান্ত হয়েছে। আসরটি ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে।

এর আগে, সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ মাঠে গড়িয়েছিল। কমলাপুর কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

/এমএইচ

Exit mobile version