Site icon Jamuna Television

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৩১

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পপুলার, গণস্বাস্থ্য ও গ্রীন লাইফ হাসপাতালেও বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।

বুধবার বিকেল ৩টার পর এই সংঘর্ষ শুরু হয়। এতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট সড়কগুলো অসহনীয় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

/এএম

Exit mobile version