Site icon Jamuna Television

জাবিতে রিকশা চলাচল বন্ধ ঘোষণা, চালু হচ্ছে শাটল বাস

ফাইল ছবি

জাবি প্রতিনিধি:

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের নারী শিক্ষার্থী আফসানা কারিম রাচির মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে শাটল বাস চালু করার কথা জানিয়েছে জাবি প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি বলেন, ইতোমধ্যে ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে, আগামীকাল বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসে বিভিন্ন সড়কে শাটল বাস চলবে। এছাড়া, আমরা আধুনিক পরিবহনসেবা চালুর কথাও ভাবছি। এ বিষয়ে আলোচনা করে কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্নে ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া গতির ধাক্কায় জাবির প্রথম বর্ষের মার্কেটির বিভাগের শিক্ষার্থী আফসানা কারিস রাচি গুরুতর আহত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সাভার এনাম মেডিকেল হাসপাতাল নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

এদিকে, জাবি ক্যাম্পাসে শাটল বাস চালু নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ অফিস থেকে এক বিশেষ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে।

পরিবহণ অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আওলাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত আগামীকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন রুটে নির্ধারিত সময়ে শাটল বাস চলাচল করবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবির মার্কেটির বিভাগের শিক্ষার্থী আফসানা কারিস রাচি গুরুতর আহত হয়। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সাভার এনাম মেডিকেল হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করে একদিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

/এএম

Exit mobile version