Site icon Jamuna Television

ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দিলেন সাকিব

আগামী ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের। ইতোমধ্যে ম্যাচের সূচিও ঘোষণা করেছে আয়োজকরা। আসরে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। আর এই টুর্নামেন্টের জন্য তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে ভিড়িয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

বুধবার (২০ নভেম্বর) টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ছেড়েছেন এই টাইগার পেসার। এর আগে রংপুরের ৯ জন স্থানীয় ক্রিকেটার কয়েকটি গ্রুপে ভাগ হয়ে দেশ ছেড়েছেন।

ইনজুরির কারণে এই আসরে নিজের খেলা নিয়ে এতদিন অনিশ্চয়তায় ভুগছিলেন সাকিব। তবে গত সোমবার ফিটনেস টেস্ট দিয়ে সেই অনিশ্চয়তা দূর করেছেন তিনি। যার ফলে বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতিপত্র পান সাকিব।

উল্লেখ্য, রংপুর রাইডার্স ও গায়ানা আমাজন ওয়ারিয়র্সসহ টুর্নামেন্টটিতে অংশ নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

/এমএইচআর

Exit mobile version