Site icon Jamuna Television

রাশিয়ায় এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র ছুড়লো ইউক্রেন

যুক্তরাষ্ট্রের তৈরি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার একদিন পর এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ান মিলিটারি ব্লগের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাশিয়ায় মার্কিন তৈরি ‘আর্মি ট্যাকটিকেল মিসাইল সিস্টেম’ (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। বুধবার (২০ নভেম্বর) রাশিয়ার ভেতরে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে কিয়েভ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ সরকার।

রাশিয়ার সামরিক ব্লগাররা নিশ্চিত করেছে স্টর্ম শ্যাডো মিসাইল হামলার তথ্য। তারা জানায়, দেশটির কুরস্ক অঞ্চলে মিসাইল বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা গেছে। অন্তত ১৪টি বিস্ফোরণ হয়েছে এলাকাটিতে।

/এএম

Exit mobile version