Site icon Jamuna Television

আজ রাতে মাঠে নামছেন সাকিব

প্রায় দুই মাস বিরতির পর, আজ আবারও মাঠে নামবেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আবুধাবি টি-টেন লিগের উদ্বোধনী দিনে মাঠে নামবে তার দল বাংলা টাইগার্স। বাংলাদেশ সময় রাত পৌনে ৮টায় স্যাম্প আর্মির বিপক্ষে লড়বে তারা।

গেলো সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সবশেষ দেখা গেছে সাকিব আল হাসানকে। এরপর ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানাতে চাইলেও, পরিস্থিতির কারণে তার দেশে আসা হয়নি। যে ঘটনার রেশে, খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। হতাশা কাটাতে সম্প্রতি ওমরাহ পালন করেন তিনি।

উল্লেখ্য, বাংলা টাইগার্সের হয়ে মাঠে ফিরতে জোর প্রস্তুতি নেন সাকিব আল হাসান। ফ্লাড লাইটের আলোয় ব্যাটিং অনুশীলন, জিম ও ফিটনেস ট্রেনিংয়ে রীতিমতো ঘাম ঝড়িয়েছেন তিনি। বাংলা টাইগার্সে তার সতীর্থ আফগান স্পিনার রশিদ খান।

/এমএইচআর

Exit mobile version