Site icon Jamuna Television

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে নিহত ৩৬

সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৫০ জন। খবর রয়টার্স।

সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা-সানা জানায়, জর্ডান সীমান্ত এলাকা থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি ফাইটার জেট। হামলায় একটি আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা দাবি করেছে।

গাজায় নির্মম আগ্রাসনের পাশাপাশি সিরিয়াতেও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, ইরান সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলোর সামরিক স্থাপনাই তাদের টার্গেট।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।
/এসআইএন

Exit mobile version