Site icon Jamuna Television

বোমা ঘূর্ণিঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, নিহত ২

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী বোমা ঘূর্ণিঝড়। বুধবার (২০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে আঘাত হানে ঝড়টি। প্রতি মুহূর্তে আগের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী হচ্ছিলো সেটি। এখন পর্যন্ত দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। খবর, সিএনএন’র।

ঝড়ের প্রভাবে এক রাতেই উপচে পড়েছে বহু গাছপালা। ওয়াশিংটন, ওরেগন, নর্থ ক্যারোলাইনাসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৬ লাখের বেশি বাড়ি-ঘর।

দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘণ্টায় ৮০ কি.মি. বেগে বইছে ঝড়ো হাওয়া। বাতাসের গতিবেগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার নাগাদ ওরেগন, নর্থ ক্যারোলাইনায় বৃষ্টিপাত হতে পারে ৫০ সেন্টিমিটার পর্যন্ত। এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার স্কুল-কলেজ। হতাহত এড়াতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরগুলোর বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

/এমএইচআর

Exit mobile version