Site icon Jamuna Television

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না: সংস্কৃতি উপদেষ্টা

ফাইল ছবি

অতীতে দেশকে পরিকল্পিতভাবে দুইভাগে ভাগ করা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বলেছেন, বাংলাদেশ সবার, ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অতীতে গান-বাজনা ও নাচকেই সংস্কৃতি মনে করা হতো। এর বাইরে ধর্মীয় সংস্কৃতি আছে সেটাকে আমলে নেয়া হতো না। ইসলামী সংস্কৃতি নিয়ে কোনও কিছু করলে মৌলবাদী, জামায়াত-শিবির বলা হতো।

১৯৯৩ সালে ‘বিষাদসিন্ধু’ নাটক করার কারণে সৈয়দ জামিল আহমেদকে জামায়াত-শিবির ট্যাগ দেয়া হয়েছিল বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই চব্বিশের বিপ্লবে পুনরুজ্জীবিত হয়েছে। এবার মত প্রকাশের স্বাধীনতা আরও বেগবান হবে।

/এমএন

Exit mobile version