Site icon Jamuna Television

দুইদিনের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম

ফাইল ছবি।

দুইদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা এলো। এবার সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বৃদ্ধি করা হলো এক হাজার ৯৯৪ টাকা। তাতে ভরিপ্রতি এই ধাতুর দাম দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় নতুন দর নির্ধারণের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা কাল থেকে কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি করা হবে।

এর আগে টানা চার দফা কমানোর পর গত ১৯ নভেম্বর স্বর্ণের দাম বাড়ায় বাজুস। সেদিন ২২ ক্যারেটের স্বর্ণে ভরিতে বাড়ানো হয় দুই হাজার ৯৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের মূল্য এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকায় দাঁড়ায়।

/এমএন

Exit mobile version