Site icon Jamuna Television

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত ৪৬

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় ৩০ বেসামরিক নাগরিকসহ নিহত হয়েছে অন্তত ৪৬ জন। এছাড়া, রাজধানী কাবুলে তালেবানের বোমা হামলায় প্রাণ গেছে আরও ১০ জনের।

বুধবার ন্যাটো জানায়, হেলমান্দে আফগান নিরাপত্তা বাহিনী এবং মার্কিন সামরিক উপদেষ্টাদের লক্ষ্য করে হামলা চালায় তালেবান। পাল্টা মার্কিন বিমান অভিযানে প্রাণ হারায় ১৬ তালেবান সদস্য। ন্যাটোর সাফাই, অঞ্চলটিতে বেসামরিক মানুষের উপস্থিতির কথা জানতো না, মার্কিন বাহিনী।

একইদিন কাবুলে ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান জিফোরএস-এর কার্যালয়েও হামলা চালায় গোষ্ঠীটি। যাতে ১০ জন নিহত এবং ১৯ জন আহত হন। দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় দু’দিন জেনেভায় হয় উচ্চ পর্যায়ের আলোচনা। যাতে, জাতিসংঘ-ইইউ’র পাশাপাশি যোগ দেয় সংশ্লিষ্ট দেশগুলো।

Exit mobile version