Site icon Jamuna Television

আখাউড়ায় মদসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) করেসপনডেন্ট:

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ভারতীয় পাসপোর্টধারী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শেখ আবুল হায়াত (২৮)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক শেখ আবুল হায়াত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার হাজেরাবাটি (মসজিদপাড়া) গ্রামের শেখ মনিরুলের ছেলে। আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই ভারতীয় যুবক আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে টহল পুলিশ তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে চার বোতল বিদেশি মদের বোতল ও একটি ভারতীয় পাসপোর্টসহ তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালানের অভিযোগ একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) তাকে কারাগারে পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন। 

/এনকে

Exit mobile version