Site icon Jamuna Television

দুই মাস পর মাঠে সাকিব, ভালো বোলিং করার দিন হেরেছে তার দল

ফাইল ছবি

প্রায় দুই মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আবুধাবী টি-১০ লিগে  স্যাম্প আর্মির বিপক্ষে মাঠে নামে সাকিবের দল বাংলা টাইগার্স। এই ম্যাচে দুই ওভার বল করে মাত্র ১৫ রান খরচায় দুই উইকেট শিকার করেন বাঁহাতি এই বোলার। তবে তার এমন দারুণ পারফরম্যান্সের পরও হার এড়াতে পারেনি দল।

আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে সাকিব আল হাসানের দল। ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু করতে পারেনি বাংলা টাইগার্স। সাত ওভারে দলটির সংগ্রহ ছিল মাত্র ৪৯ রান। এর মধ্যে শেষ ওভারে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকার নেয়া ৩০ রান ও এক ওয়াইডে (মোট ৩১ রান) ১০৬ রানের ফাইটিং সংগ্রহ দাঁড় করা টাইগার্স। এর আগের দুই ওভারে আসে ২৬ রান।

দাসুন শানাকা ২৭ বলে অপরাজিত ৬২ রানের দানবীয় ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল চারটি চার ও ছয়টি ছ্ক্কায় সাজানো। অপরদিকে, আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই অপরাজিত থাকেন ২৬ বলে ৩৫ রান।

১০৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা স্যাম্প আর্মি প্রথম ওভারেই ওপেনার সারজিল খানকে হারায়। তাকে সাজঘরে ফেরান আইরিশ বোলার জসুয়া লিটল। ইনিংসের চতুর্থ ওভারে বলে আসেন বাংলা টাইগার্স ওপেনার সাকিব আল হাসান। ওই ওভারেই সাজঘরে ফেরান স্যাম্প আর্মির আরেক ওপেনার ফাফ ডু প্লেসিসকে। সাকিবের বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফাফ। ওই ওভারে সাকিব দেন ৭ রান।

এরপর ষষ্ঠ ওভারে আবারও বলে আসেন অধিনায়ক সাকিব। এবার তার শিকার রোহান মুস্তাফা। তার বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। নিজের দ্বিতীয় ওভারে সাকিব দেন ৮ রান।

সাকিবের এমন টাইট ওভারের পরও তার দলকে ছয় উইকেটে হারতে হয়েছে। জ্যাক টেইলরের ১৩ বলে অপরাজিত ২৭ ও করিম জানাতের ৯ বলে অপরাজিত ১৫ রান ভর করে তিন বল বাকি থাকতেই জয় পেয়ে যায় স্যাম্প আর্মি। সাকিবদের দলের ডেভিড পেইন ছিলেন এদিন সবচেয়ে খরুচে। তিনি এক ওভার ৩ বলে খরচ করেছেন ২৯ রান। ম্যাচসেরার পুরস্কার উঠেছে স্যাম্প আর্মির টেইলরের হাতে।

/এনকে

Exit mobile version