Site icon Jamuna Television

খুলনা বিভাগীয় বইমেলা শুরু ২৬ নভেম্বর

খুলনা বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আগামী ২৬ নভেম্বর। বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে সাত দিনব্যাপী এ মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংকালে খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ বলেন, জ্ঞানের বাহক হলো বই। তাই জ্ঞানভিত্তিক জাতি গড়তে নিয়মিত পাঠাভ্যাসের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ই-বুকের পাশাপাশি কাগজে ছাপা বইয়ের প্রতিও আগ্রহ সৃষ্টি করতে হবে। মানুষের মাঝে পাঠাভ্যাস ফিরিয়ে আনতে বিভাগীয় বইমেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে জানানো হয়, বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টায় শুরু হয়ে একটানা রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে।

মেলার ৮০টি স্টলের মধ্যে ৬০টিতে ঢাকা থেকে আসা প্রকাশনীগুলোর বই প্রদর্শন ও বিক্রি করা হবে। এছাড়া, ১০টি স্টল খুলনা বিভাগের প্রকাশকদের, চারটি স্টল বিভিন্ন সরকারি অফিস ও দুটি স্টল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ থাকবে।

মেলা প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার, কবি-সাহিত্যিকদের জন্য লেখককুঞ্জ ও খাবারের স্টল থাকবে। মেলার মঞ্চে আলোচনা সভা, সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের জন্য কুইজসহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হবে।

/এএম  

Exit mobile version