Site icon Jamuna Television

সেই রিকশাচালককে গ্রেফতারের দাবিতে জাবিতে মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ঘাতক রিকশা চালককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি বটতলা এলাকা ঘুরে পুনরায় শহীদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাটারিচালিত রিকশাচালককে গ্রেফতারের দাবি জানায়। গ্রেফতারে ব্যর্থ হলে আগামী রোববার (২৪ নভেম্বর) থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবির মার্কেটির বিভাগের শিক্ষার্থী আফসানা কারিস রাচি গুরুতর আহত হয়। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সাভার এনাম মেডিকেল হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টিতে শোক দিবস ঘোষণা করা হয় এবং একদিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

/এএম

 

Exit mobile version