Site icon Jamuna Television

ফুলকপি-বাঁধাকপির দামে স্বস্তি, নতুন আলুর বাজার চড়া

রাজধানীতে সরবরাহ বাড়ায় বিভিন্ন ধরনের সবজির দাম কমতে শুরু করছে। ফুলকপি ও বাঁধাকপির প্রতি পিসের দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। তবে নতুন আলুর দেখা মিললেও দাম চড়া। প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে ১৪০ থেকে দেড়শ টাকা। পুরাতন আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকায়।

একজন ক্রেতা বলেন, এক প্যাকেট সবজি কিনতেই আমার ১ হাজার টাকা খরচ হচ্ছে। এতেই বোঝা যায় আগের তুলনায় দাম অনেক বেশি।

অন্যদিকে সিম এবং লাউ বিক্রি হচ্ছে চড়া দামেই। সিমের কেজি ১২০ টাকা, প্রতি পিস লাউ-এর দাম হাঁকা হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। একজন বিক্রেতা বলেন, পাইকারি দাম তুলনামূলক বেশি। বেশি দামে পাইকারি কিনে আনি তাই বেশি দামে বিক্রি করতে হয়।

ক্রেতারা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে হলে সিন্ডিকেটের কারসাজি বন্ধের বিকল্প নেই। তবে ডিমের বাজার স্থিতিশীল। দোকানিরা বলছেন, খামার থেকে সরবরাহের পরিমাণ অনেক ভালো। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়।

/এসআইএন

Exit mobile version