Site icon Jamuna Television

জার্মানিতে টেসলার নব সংযোজন ‘সাইবারক্যাব’ উন্মোচন

জার্মানিতে জমকালো আয়োজনে হলো বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অটোমোবাইল প্রযুক্তি টেসলার নব সংযোজন ‘সাইবারক্যাব’র উন্মোচন। স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) বার্লিনের একটি শপিংমলে সর্বসাধারণের জন্য ছিলো গাড়িটির প্রদর্শনী। সোনালী বর্ণের নতুন এবং অদেখা প্রযুক্তির এ সংস্করণ দেখতে ভিড় করছে বহু মানুষ। এক প্রতিবেদনে টপ গেয়ার এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেখতে গতানুগতিক মোটরযানের থেকে একদমই আলাদা সাইবারক্যাবটি। তবে, একদমই মিল নেই টেসলার অন্যকোনো সিগনেচার মডেলের সাথেও। ন

টেসলার বাকি সব গাড়ির মতোই সয়ংক্রিয় এ গাড়িটিতেও নেই কোনো স্টিয়ারিং উইল ও ব্রেক প্যাডেল। ধারণা করা হচ্ছে, টু সিটার স্পোর্টস কারের আদলে নকশা করা এ গাড়িটি বানানো হয়েছে একান্ত ব্যক্তিগত ব্যবহার ও মূল্য সাশ্রয়ের উদ্দেশ্যে।

গেলো ১০ অক্টোবর, লস এঞ্জেলেসের একটি ইভেন্টে প্রথমবারের মতো লোকচক্ষুর সামনে আনা হয় টেসলার-এর নতুন সংযোজন। তবে ঠিক কোন শ্রেনীর ক্রেতা লক্ষ্য করে এ গাড়িটি বাজারে আনা হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের মধ্যেই সর্বসাধারণের জন্য বাজারে উন্মুক্ত করা হবে সাইবারক্যাবটি। চলবে কন্ঠ ও মুঠোফোনের নির্দেশনায়। টেসলার স্বত্বাধিকারী ধনকুবের ইলন মাস্ক জানান, এ গাড়িটিতে ব্যবহৃত হয়েছে নতুন ও অত্যাধুনিক বিভিন্ন সয়ংক্রিয় প্রযুক্তির যা নেই আগের কোনো মডেলে।

/এআই

Exit mobile version