Site icon Jamuna Television

অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন ম্যাট গেটজ

মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান ম্যাট। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেটজকে বিচার বিভাগের নেতৃত্ব দেয়ার জন্য মনোনীত করেন। তবে মনোনয়ন সংক্রান্ত বিতর্কের কারণে নতুন প্রশাসনের কাজ যাতে ব্যাহত না হয়, সে জন্যই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ম্যাট গেটজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে গেটজ তার পোস্টে বলেন, ‘ওয়াশিংটনে বিতর্ক করে সময় নষ্ট করার ইচ্ছে নেই। ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগকে প্রথম দিন থেকেই কার্যকর হতে হবে। তাই আমি অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে আমার নাম প্রত্যাহার করছি।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে রক্ষা করবেন এবং ইতিহাসের সফলতম প্রেসিডেন্ট হবেন বলে আমার বিশ্বাস। তার তরফ থেকে মনোনীত হওয়া আমার জন্য সম্মানের।’

/এআই

Exit mobile version