Site icon Jamuna Television

পটুয়াখালীতে নসিমনের চাপায় গৃহবধূর মৃত্যু

ছবি: প্রতীকী

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর মহিপুর উপজেলায় নসিমনের নিচে চাপা পড়ে মিনারা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচাপলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম স্থানীয় ছগির হাওলাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে থালা-বাসন ধৌঁত করতে পুকুর ঘাটে যাচ্ছিলেন মিনারা বেগম। এ সময় সড়কে এক‌টি নসিমন উল্টে তার শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version