Site icon Jamuna Television

পিরোজপুরে ছাত্রদল নেতাকে পিটিয়ে হাত ভেঙে দিলো স্বেচ্ছাসেবক দলের নেতা

পিরোজপুর করেসপনডেন্ট:

পিরোজপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৮) পিটিয়ে হাত ভেঙে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির শেখ ও তার লোকজন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। আল ইমরান জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের ছোটভাই। 

জানা যায়, শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। গেট দিয়ে ঢোকা নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মনির শেখের সাথে ছাত্রদল নেতা আল ইমরানের কথা কাটাকাটি হয়। এর জেরে মনির শেখ লোকজন নিয়ে স্টেডিয়ামের সামনে আল ইমরানের ওপর হামলার করে। এ সময় লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে ইমরানের এক হাত ভেঙে ফেলে তারা। এতে তিনি গুরুতর আহত হলে ছাত্রদলের নেতাকর্মীরা উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন জানান, সামান্য কথা-কাটাকাটির জন্য মনির লোকজন নিয়ে এ হামলা করে। 

এ বিষয়  কথা বলার জন্য জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এছাড়া অন্য কেউও এ বিষয় কথা বলতে রাজি হয়নি।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবহান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এনকে

Exit mobile version