Site icon Jamuna Television

তিন বছর পর বার্সায় ফিরছেন মেসি, কিন্তু কেন

ফাইল ছবি

তিন বছর পর বার্সেলোনার ন্যু ক্যাম্পে ফিরছেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। বার্সা ভক্তদের জন্য যা দারুণ এক সুখবর। এটা শুনে অনেকেরই মনে হতে পারে আবারও কি বার্সায় যোগ দিচ্ছেন এলএমটেন?

কিন্তু না এবার ন্যু ক্যাম্পে ভিন্ন রুপে দেখা যাবে বিশ্বজয়ী মেসিকে। প্লেয়ার হিসেবে নয়, পুরনো ডেরায় আসছেন অতিথি হয়ে। আগামী ২৯ নভেম্বর বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিমন্ত্রণ পেয়েছেন তিনি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

বার্সা সভাপতির ডাকে সারাও দিয়েছেন মেসি। সেটি হলে প্রিয় তারকাকে আরও একবার ক্যাম্প ন্যুতে দেখার সৌভাগ্য হবে কোটি কোটি ভক্তের। বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামি প্লে অফ থেকে ছিটকে যাওয়ায় অবসর সময় পার করছে এলএমটেন।

তাই ২৯ নভেম্বর অনুষ্ঠানে মেসির উপস্থিতি এক প্রকার নিশ্চিত ধরাই যায়। সপরিবারেই ক্যাম্প ন্যুতে ফিরবেন বলে জানা গেছে আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে অন্যতম বিশেষ অতিথির মর্যাদা পাবেন মেসি। সেই সাথে উপস্থিত থাকবেন জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং পেপ গার্দিওলার মতো বার্সার কিংবদন্তিরাও।

২০২১ সালে ভক্তদের চোখের পানিতে ভাসিয়ে বার্সা ছাড়েন মেসি। সম্পর্ক ছিন্ন হওয়ার পেছনে মূল কারণ ছিল অর্থ সংকট। ভেঙে যায় দুই দশকের সম্পর্ক। নাম লেখান প্যারিসের ক্লাব পিএসজিতে। এরপর ইউরোপের পাঠ চুকিয়ে পাড়ি জমান মার্কিন মুলুকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা।

/এনকে

Exit mobile version