Site icon Jamuna Television

অ্যান্টিগা টেস্ট: তাসকিনের জোড়া আঘাত, স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ। প্রথম দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৩ ওভার। টাইগার পেসার তাসকিন আহমেদের জোড়া আঘাতে সেশন শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫০ রান তুলতে পেরেছে স্বাগতিকরা।

বোলিংয়ের শুরুটা ‍খুব একটা আশা জাগানিয়া ছিল না বাংলাদেশের। প্রথম ঘণ্টায় কোনো উইকেটই নিতে পারেনি তারা। টস জেতার পর এই সময়টুকুই কাজে লাগাতে চাওয়ার কথা বলেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ইনিংসের ১৪ তম ওভারে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত করেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৪ ও দলীয় ২৫ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

ব্র্যাথওয়েটের বিদায়ের পর ক্রিজে আসেন কেসি কার্টি। তবে তার ব্যাট হাসেনি এদিন। দলীয় স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই তাইজুলের হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তাকেও সাজঘরে পাঠান তাসকিন।

ক্রিজে আছেন মিকাইল লুইস ও কাভেম হজ। দুজনেই অপরাজিত আছেন যথাক্রমে ৩৬ ও ১০ রানে।

/এমএইচআর

Exit mobile version