Site icon Jamuna Television

মেডিকেল বোর্ড গঠন করে বিএসএমএমইউ’তে ব্যারিস্টার মইনুলকে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মানহানির মামলায় কারাবন্দি ব্যারিস্টার মইনুল হোসেনকে পিজি হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ৬ ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দেয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

মইনুল হোসেনের চিকিৎসা চেয়ে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। গত ৭ই নভেম্বর বিশেষায়িত হাসপাতালে মইনুল হোসেনের চিকিৎসা চেয়ে এ রিট আবেদন করা হয়।

Exit mobile version