Site icon Jamuna Television

নাটোরে প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীকে পেটানোর ভিডিও ভাইরাল

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে উজ্জ্বল কুমার মন্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকেই ২ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডল। গত বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল কালিকাপুর তার নিজ বাড়িতে আসেন। এ খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে উজ্জ্বলের বাড়িতে গিয়ে পরিবারের সবার সামনে তাকে বেধড়ক পেটাতে থাকে।

এসময় উজ্জ্বলের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার বৃদ্ধ মা-বাবা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। একপর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে যায়।

২ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাত–আটজনের একটি দল লাঠিসোঁটা নিয়ে উজ্জ্বলকে বেধড়ক পেটাতে থাকেন। এসময় তার বৃদ্ধ মা–বাবা উদ্ধারে এগিয়ে এলে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। তারা আবার এগিয়ে এলে তাদের মারধর করা হয়। অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে এলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় তিনি হামলাকারীদের পা ধরে মারধর বন্ধ করার অনুরোধ করলেও তারা শোনেননি। একপর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে গেলে তাকে বসিয়ে পানি খাওয়ানো হয়।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বিএনপির নেতা কর্মীরা উজ্জ্বলকে পুলিশে হস্তান্তর করে। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তাকে আটক দেখিয়ে আদালতে পাঠায়। আদালত উজ্জ্বলের জামিন মঞ্জুর করেন।

/এমএইচ

Exit mobile version