Site icon Jamuna Television

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার নিহত

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই হিজবুল্লাহ কমান্ডারের নাম আলী মুসা দাকদুক। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তিনি ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যমটি।

মূলত, আলী মুসা দাকদুক মার্কিন সেনাদের ওপর কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন। যেখানে আমেরিকান নিরাপত্তা দলের ছদ্মবেশে যোদ্ধারা একটি ঘাঁটিতে প্রবেশ করেছিলো। এরপর ওই ঘাঁটিতে গুলি চালান তিনি। ওই হামলায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়।

তবে, কখন বা কোথায় সিরিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। দাকদুক মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিলেন কিন্তু পরে বাগদাদ থেকে মার্কিন প্রত্যাহারের পর ইরাকি সরকার তাকে ছেড়ে দেয়।

/এআই

Exit mobile version