Site icon Jamuna Television

গণঅভ্যুত্থানে নিহত বরিশালের ৭৯ শহীদদের পরিবারকে অনুদান প্রদান

গণঅভ্যুত্থানে নিহত বরিশাল বিভাগের শহীদ ৭৯ জনের পরিবারকে আর্থিক অনুদান দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১২টা থেকে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় অনুদান প্রদানের এ আনুষ্ঠানিকতা। এসময় প্রত্যেক শহীদ পরিবারের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, শুধু এককালীন অনুদান নয়, পর্যায়ক্রমে শহীদ পরিবারদের পুনর্বাসনের কার্যক্রমও শুরু করা হবে। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সারজিস আলম, প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারসহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন।

/এমএইচ

Exit mobile version