Site icon Jamuna Television

ট্রাম্পের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী স্কট ব্যাসেন্ট

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অর্থমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী স্কট ব্যাসেন্টকে। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দেবেন স্কট। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেন ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদে শীর্ষ কর্মকর্তাদের নির্বাচনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 ট্রাম্প বলেন, বেসেন্ট তার প্রশাসনের নীতির মাধ্যমে মার্কিন প্রতিযোগিতা বৃদ্ধি করবেন এবং অবৈধ বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।

বিনিয়োগকারী স্কট ব্যাসেন্ট এক সময় হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন দিয়েছেন স্কট। তিনি ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রতি বিশ্বাসী এবং আমেরিকা ফার্স্ট এজেন্ডা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

/এআই

Exit mobile version