Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার তীব্র প্রতিবাদ উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। এছাড়াও নিজ ভূখণ্ড রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ অবিলম্বে গ্রহন করবে দেশটি বলে হুঁশিয়ারি দিয়েছে। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া-জাপানের সাম্প্রতিক সামরিক কার্যক্রমের কড়া সমালোচনা করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা পিয়ংইয়ং।

বিবৃতিতে বলা হয়, সামরিক মহড়া পরিচালনা করে কোরীয় উপদ্বীপে নাশকতা তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার অনুসারীরা। যা রুখে দিতে অবিলম্বে পদক্ষেপ নেবে উত্তর কোরিয়া। মার্কিন মিত্রদের সামরিক তৎপরতার ওপর নজর রাখছে পিয়ংইয়ং বলেও দাবি করা হয় বিবৃতিতে।

গেল সপ্তাহে তিনদিনব্যাপী যৌথ সামরিক মহড়া করে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া ও জাপান। সামরিক মহড়ায় মার্কিন পারমাণবিক রণতরীসহ অংশ নেয় নানা ধাচের ফাইটার জেট ও মেরিন পেটরোল এয়ারক্রাফট।

/এআই

Exit mobile version