Site icon Jamuna Television

টানা তিন সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন তিলক ভার্মা

প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে শতরানের দেখা পেয়েছিলেন ভারতীয় ব্যাটার তিলক ভার্মা। আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার ঘরোয়া ক্রিকেটে টানা তিন সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে তিলক খেলেছেন ৬৭ বলে ১৫১ রানের দুর্দান্ত এক ইনিংস। সেটিই তাকে এনে দিয়েছেন বিশ্বরেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।  

এদিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টির এক ম্যাচে দেড়শ রানের বেশি করার প্রথম কীর্তিও গড়েছেন তিলক। এর আগে শ্রেয়াস আইয়ারের ১৪৭ রানের ইনিংসটি ছিল শীর্ষে।

উল্লেখ্য, তিলকের রেকর্ডের দিনে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৪৮ রান তোলে হায়দরাবাদ। জবাবে মেঘালয় ৬৯ রানে গুটিয়ে যায়। আর তাতে ১৭৯ রানের বিশাল জয় পায় তিলক ভার্মার দল।

/এমএইচআর

Exit mobile version