Site icon Jamuna Television

কপিল দেবের রেকর্ডে ভাগ বসালেন বুমরাহ

পার্থে শুরু হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। চলমান এই সিরিজে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন জাসপ্রীত বুমরাহ।

সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোর মাটিতে ভারতীয় বোলারদের ভেতর সবচেয়ে বেশি ফাইফার নেবার রেকর্ড এততিন ছিলো কপিল দেবের। সাতবার ফাইফার নিয়ে এতোদিন শীর্ষে ছিলেন তিনি। পার্থ টেস্টে কপিল দেবের সমান সংখ্যক ফাইফারের মাইলফলকে পৌঁছালেন বুমরাহ।

এছাড়া সেনা দেশগুলোর পাশাপাশি এশিয়ার বাইরের পরিসংখ্যানেও কপিল দেবের সমান ৯টি ফাইফারের মালিক বনে গেছেন বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ফাইফার রয়েছে ভারতীয় এই পেসারের।

উল্লেখ্য, ২০১৮ সালের ৫ জানুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় বুমরাহর। সাদা পোশাকের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও ভারতীয় দলের অপরিহার্য এক সদস্য তিনি।

/এমএইচআর

Exit mobile version