Site icon Jamuna Television

মান্দায় জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.
নওগাঁর মান্দায় দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট জোড়া জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে মান্দা উপজেলার ফয়সাল ক্লিনিকে শিশু দুটির জন্ম হয়। প্রসূতিসহ বাচ্চা দুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা।
ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জিয়াউর রহমান জিয়া জানান, প্রসব বেদনা নিয়ে মান্দার চককামদেব গ্রামের সবুজ হোসেন সরদারের স্ত্রী ফরিদা বেগম (২৫) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ক্লিনিকে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরী ভিত্তিতে তার অপারেশন করানো হয়। অপারেশনের মাধ্যমে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট জোড়া জমজ শিশু ভূমিষ্ট হয়।
উন্নত চিকিৎসার জন্য মা ও শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে জানান তিনি।
ফয়সাল ক্লিনিকের চিকিৎসক আব্দুস সোবহান জানান, অপারেশনের পর প্রসূতি ও বাচ্চা দুটি সুস্থ রয়েছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব।
Exit mobile version