Site icon Jamuna Television

তাজরীন ট্রাজেডির একযুগ, প্রদীপ জ্বালিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা

তাজরীন ট্রাজেডির একযুগ আগামীকাল রোববার। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা যান ১১৭ জন। আহত হন দুই শতাধিক শ্রমিক। তাদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের সামনে কর্মসূচি পালন করে আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনের কর্মীরা।

এ সময় তারা অভিযোগ করেন, আহত ও নিহদের পরিবারকে এখনও ক্ষতিপূরণ দেয়া হয়নি। অর্থকষ্টে ভুগছে পঙ্গুত্ব বরণকারীরা। তারা আহতদের সুচিকিৎসা ও দোষিদের শাস্তির দাবি জানান।

এছাড়া তাজরীনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মানের দাবি জানানো হয়েছে।

/এনকে

Exit mobile version