Site icon Jamuna Television

দুইদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফাইল ছবি।

দুইদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা। একই মানের স্বর্ণ কিনতে আজ শনিবার (২৩ নভেম্বর) পর্যন্ত খরচ করতে হয়েছে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

নতুন এই দর আগামীকাল রোববার (২৪ নভেম্বর) থেকে কার্যকর হবে। আজ শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৬ হাজার ৩৯৬ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৯৫ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হবে।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেট প্রতি ভরি রুপা দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপা ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

সবশেষ গত ২১ নভেম্বর স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ বেড়ে দাড়ায় ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। আজ পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।

/আরএইচ

Exit mobile version