Site icon Jamuna Television

লখনৌতে বস্তির শিশুদের ভাইরাল ফ্যাশন শো মুগ্ধ করেছে গোটা ভারতকে

ফেলনা কাপড় দিয়ে তৈরী পোশাক পরে ‘ফ্যাশন শো’! শুনতে বিস্ময়কর মনে হলেও, লখনৌতে ঘটেছে এমন ঘটনা। সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীরা পুরনো কাপড় দিয়ে তৈরী করে বিয়ের পোশাক। এরপর বস্তির ভেতরেই চলে ফ্যাশন শো। জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জীর নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে, কিশোর-কিশোরীদের এ অনন্য এ সৃষ্টি প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের লখনৌয়ের একটি বস্তিতে সম্প্রতি করা হয় এই আয়োজন। বস্তিতে বসবাসরত সুবিধাবঞ্চিত কিশোর কিশোরীরা মানুষের ফেলে দেওয়া ও দান করা পুরোনো কাপড় ব্যবহার করে তৈরী এসব বিয়ের পোশাক। শ্যাওলা ধরা দেয়ালকে পেছনে রেখে, উঠান ও পুরোনো সিড়িকে র‍্যাম্প বানিয়ে তাতে হেঁটে বনে যায় পুরোদস্তুর ব্রাইডাল মডেল।

পুরো ভিডিওটি এডিট করেছে ১৫ বছরের একটি বালক। অনন্য এ প্রদর্শনীর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। তাদের কল্পনা ও প্রতিভাকে স্বাগত জানায় বিশ্বের বহু নামিদামি ব্যক্তি। ভিডিওটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জী।

ভিডিওটি সবার আগে প্রকাশ করা হয় ‘ইনোভেশন ফর চেঞ্জ’ নামের একটি এনজিওর পেইজে। বর্তমানে সংস্থাটি কাজ করছে লখনৌর প্রায় ৪শ’ শিশু কিশোরদের খাদ্য, শিক্ষা ও চিকিৎসা বিষয়ে। পাশাপাশি তাদের স্বাবলম্বী বানাতে দিচ্ছে নানা রকম প্রযুক্তিগত প্রশিক্ষণ।

/এআই

Exit mobile version