Site icon Jamuna Television

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধদলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিনিধি দলটির সাথে বৈঠকে শ্রম অধিকার বিষয়ে ১১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় শ্রম অধিকার নিশ্চিত করে জিএসপি সুবিধা ফিরে পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, বৈঠকে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের ডিউটি ও কোটা ফ্রি সুবিধা রয়েছে। সেই সুবিধা যুক্তরাষ্ট্রেও চায় বাংলাদেশ।

/আরএইচ

Exit mobile version