Site icon Jamuna Television

ডিআরইউ পুরস্কার পেলেন যমুনা টেলিভিশনের অপূর্ব আলাউদ্দিন

সেবা খাত নিয়ে সেরা প্রতিবেদনের জন্য ডিআরইউ পুরস্কার পেলেন যমুনা টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির এডিটর অপূর্ব আলাউদ্দিন।

নিরাপদ সড়ক নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদন নিরাপদ সড়ক নিশ্চিতে যেসব বিষয় দায়ী সেগুলোকে তুলে আনা হয়েছে প্রতিবেদনে।

এবার প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে ১০টি বিষয়ে ১৪জন এবং টেলিভিশন ক্যাটাগরিতে পাঁচটি বিষয়ে পাঁচজনসহ মোট ১৯ জনকে দেয়া হয় সেরা প্রতিবেদনের পুরস্কার।

এ উপলক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সংবাদের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক প্রবণতা থেকে বেরিয়ে এর বস্তুনিষ্ঠতার উপর জোর দেয়ার কথা বলেন।

Exit mobile version