Site icon Jamuna Television

চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে তিন ব্যাংক থেকে চাকরিচ্যুতদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তিনটি ব্যাংক থেতে চাকরিচ্যুত কর্মকর্তা- কর্মচারীরা। রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় আনোয়ারা উপজেলার মইজ্জারটেক মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় দু’পাশে তীব্র যানজট দেখা দেয়।

চাকরিচ্যুতদের ভাষ্য, যথাযথ প্রক্রিয়া মেনেই এস আলমের মালিকানাধীন ইউনিয়ন, ইসলামী ও সোস্যাল ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন তারা। সরকার পতনের পর প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যায়।

আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের ৩৫০, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬৭২ জন ও ইউনিয়ন ব্যাংকের ২৬২ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বহাল না করলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

/এনকে

Exit mobile version