Site icon Jamuna Television

হত্যা মামলায় শাজাহান খান ও আবদুস সোবহান গোলাপ কারাগারে

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় হওয়া গণহত্যার ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৪ নভেম্বর) সকালে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এই আদেশ দেন।

এর আগে, ব্যাপক পুলিশি পাহারায় মাদারীপুর কারাগার থেকে তাদেরকে আদালতে তোলা হয়। পরে আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতাকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে এদিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত ও দিপ্ত দে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় মাদারীপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে।

গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় শাজাহান খান ও গোলাপকে। পরে আজ তাদেরকে মাদারীপুরের আদালতে তোলা হয়।

/এনকে

Exit mobile version