Site icon Jamuna Television

গাইবান্ধায় বিদেশি রিভলবার-গুলিসহ যুবক গ্রেফতার

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদেশি রিভলবার, চাইনিজ কুড়াল, ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলিসহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার উদয়সাগর এলাকা থেকে এসব অস্ত্র-উপকরণ জব্দ করা হয়।

এর আগে, ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করে সেনাবাহিনির সদস্যরা। গ্রেফতার জুয়েল রানা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাছুয়া পাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোরাঘাট এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে। এরপর তারা পলাশবাড়ী থানা পুলিশকে খবর দেয়। পরে আসামির দেয়া তথ্য অনুযায়ী পলাশবাড়ীর উদয়সাগর এলাকার এক বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, আট রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

ওসি আরও জানান, সেনাবাহীনি ও পুলিশের যৌথ অভিযান শেষে জুয়েল রানাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

/এএস

Exit mobile version