২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন মা ইফফাত আরা।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। রেহান আহসানের মায়ের পক্ষে প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম।
ইফফাত আরা বলেন, এতোদিন ছেলের মৃত্যুর বিচার চেয়ে মামলা বা অভিযোগ দায়ের করার সাহস পাননি। এখন বাক স্বাধীনতা পেয়েছেন, তাই অভিযোগ জানাতে ছুটে এসেছেন। এসময় অঝোরে কাঁদছিলেন রেহান আহসানের মা।
তিনি আরও বলেন, ২০১৩ সালের ৫ মে হত্যাকাণ্ডের পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। মৃত্যুর পর রেহানের বন্ধুরা তাদের জানিয়েছে, তারা পুলিশ ও হেফাজতের সমর্থকদের গণ্ডগোল দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে নিহত হন রেহান।
উল্লেখ্য, নওগাঁ শহরের মধ্যপাড়া মহল্লার ব্যবসায়ী এ কে এম মামুন আহসানের ছেলে রেহান আহসান ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
এদিকে, ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সিফাত হোসেন নামের এক শিক্ষার্থীর পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছে। এতে শেখ হাসিনাসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
/এএম

