Site icon Jamuna Television

অনলাইনে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে আটক ২

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে অনলাইনে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে দুইজনকে আটক করেছে র‍্যাব। রাতে টঙ্গী থেকে কামাল হোসেন ও আল আমিন নামের এই দুইজনকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, আটককৃতরা বিভিন্ন গণমাধ্যমের নামে অনলাইনে ভুয়া সংবাদ পরিবেশন করে আসছে। নির্বাচন সামনে রেখে তারা এসব সংবাদের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছিলো।

র‍্যাব জানায়, গেলো আগস্টে নিরাপদ সড়কের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলনেও এরা অনলাইনের মাধ্যমে অপপ্রচার চালিয়েছিলো।

Exit mobile version