Site icon Jamuna Television

কালিয়াকৈরে বিষাক্ত গ্যাসে শ্রমিকসহ শতাধিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ হরিণহাটি এলাকায় বুধবার ভোর রাতে ইকোটেক্স লিমিটেড নামে পোশাক কারখানার বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় শ্রমিকসহ শতাধিক অসুস্থ হয়েছে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ওই কারখানার বিষাক্ত গ্যাস ড্রেনের বজ্র পানিতে মিশে ওই এলাকা বায়ু দুষিত হয়ে উঠে। ওই বিষাক্ত গ্যাসে ঘরের বাহিরে থাকা জগ, গ্লাস, থালা-বাটিসহ বিভিন্ন জিনিসপত্রের রং কালচে আবরণের সৃষ্টি হয়।

ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতেই  বিষাক্ত গ্যাস ভিতরে ঢুকে। এতে ঘরের ভিতরে থাকা লোকজনের শ্বাসকষ্ট, মাথা ঘুরানো, চোখ জ্বালাপুড়া, বুক ব্যথা, কাশি, ভমি হতে থাকে।

এতে প্রায় শিশু ও শ্রমিকসহ শতাধিক লোক অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী অসুস্থদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস কারখানায় পরিদর্শণ করে অসুস্থ রোগিদের হাসপাতালে ভর্তি করেন।

Exit mobile version