Site icon Jamuna Television

শেরপুরে নদীর পানিতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট শেরপুর:

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের মৃগী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৯) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। সুমাইয়া ওই এলাকার কালু মিয়ার কন্যা এবং স্থানীয় রেহারচর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (২৪ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের মৃগী নদীতে গোসল করতে নামলে নদীর পানির স্রোতে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর রোববার বিকেলে স্থানীয়রা তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবর রহমান জানান, চন্দ্রকোনা ইউপির রেহারচর এলাকায় সুমাইয়া আক্তার নামের এক শিক্ষার্থী মৃগী নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যান। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়িধীন রয়েছে।

/এএস

Exit mobile version