Site icon Jamuna Television

বৃষ্টি আইনে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

বৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮০ রানে হারালো জিম্বাবুয়ে। এতে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।

বুলাওয়েতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪০.২ ওভারে জিম্বাবুয়ে অল আউট হয় ২০৫ রানে। সর্বোচ্চ রিচার্ড এনগারাভা করেন ৪৮ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ২১ ওভারে ৬ উইকেটে ৬০ রান করার পর বৃষ্টি বাগড়া দিলে আর মাঠে গড়ায়নি খেলা। ডিএল মেথডে ৮০ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। ব্লেসিং মুজারাবানি, শন উইলিয়ামস ও সিকান্দার রাজা নেন ২টি করে উইকেট। বোলিংয়ে ৭ রান দিয়ে নেন ২ উইকেট এবং ব্যাটে ৩৯ রান করে ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা।

উল্লেখ্য, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর। এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে আর একটি ম্যাচ জিতলে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে জিম্বাবুয়ে।

/এসআইএন

Exit mobile version