Site icon Jamuna Television

ইপিএল: লিভারপুলের রোমাঞ্চকর জয়ের রাতে পয়েন্ট হারালো ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। অপরদিকে নিজেদের ম্যাচে পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (২৪ নভেম্বর) আলাদা আলদা ম্যাচে মাঠে নামে দুই ইংলিশ জায়ান্ট।

সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দেখা মেলে লিভারপুলের আক্রমণাত্মক ফুটবলের পসরা। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের ভুলেই হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসলাইয়ের গোলে লিডে স্লটের শিষ্যরা। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে সাউদাম্পটন। সাফল্যও পেয়ে যায় স্বাগতিকরা। ভিআরের কল্যানে স্পট কিক পেয়ে প্রথম দফায় ব্যর্থ হলেও আর্মস্ট্রংয়ের ফিরতি শটেই সমতায় ফেরে বিরতিতে যায় দলটি।

তবে রোমাঞ্চ শুরু দ্বিতীয়ার্ধে। কাউন্টার অ্যাটাকে ম্যানইউকে হতাশ করে লিডে স্বাগতিকরা। স্কোর শিটে নাম লেখান ফার্নান্দেস। জমে উঠে মাঠের লড়াই। তবে আক্রমণ পালটা আক্রমণের খেলায় শেষ হাসি হাসে নিভারপুলই। ৬৫ ও ৮৩ মিনিটে সালাহর জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

অপরদিকে, প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে পুরনো ছন্দে ফিরতে ফের ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ টেবিলের নিচু সারির দল ইপসুইচের সাথে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দুর্দান্ত সূচনা ম্যান ইউনাইটেড। রাশফোর্ডের পায়ের জাদুতে এগিয়ে গেলেও তা ধরে রাখতে ব্যর্থ হয় রুবেনের শিষ্যরা। এরপরই ছন্দপতন হয় দলটির। উল্টো মাথা চাড়া দিয়ে বসে ইপসুইচ। ৪০ মিনিটে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করলেও তিন মিনিট পরই সমতায় ফেরে ভাগ্যের জোড়ে।

হাচিনসনের জোড়ালো শট ম্যানইউর প্লেয়ারের মাথায় লেগে খুজে নেয় জালের ঠিকানা। দ্বিতীয়ার্ধে সাদামাটা ছিল দু’দলের খেলা। শেষ পর্যন্ত আমুরির অভিষেক ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইউনাইটেডের।

/এমএইচআর

Exit mobile version